নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৫৯

রাতারগুল যাওয়ার মোটরঘাট দখল নিয়ে সংঘর্ষে আহত ২০

সিলেট সদর উপজেলায় খাদিম নগর ইউনিয়নের মোটররঘাট দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এই মোটরঘাট থেকে নৌকায় করে পর্যটকরা গোয়াইনঘাট উপজেলার জলারবন রাতারগুল ভ্রমণে যান। এখানকার মোটরঘাট নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো।

জানা যায়, মোটরঘাট থেকে নৌকায় করে রাতারগুলে পর্যটকদের আনা নেওয়া করে শতাধিক০ পরিবার জীবিকা নির্বাহ করে আসছিল।

সম্প্রতি খেয়াঘাটটি নতুন করে ইজারা দেয়া হয়। এই ইজারা প্রদানের বিরোধীতা করে আসছিলেন স্থানীয়দের একটি পক্ষ। মঙ্গলবার ইজারাদারের পক্ষের লোকজন খেয়াঘাটে গেলে ইজারাবিরোধী পক্ষের সাথে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদৎ হোসেন বলেন, রাতারগুলের মোটরঘাটটি সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় থেকে নতুন করে ইজারা দেয়া হয়। আজ নতুন ইজারাদারকে খেয়াঘাট বুঝিয়ে দিতে যান জেলা প্রশাসক কার্যালয়ের লোকজন।

এ সময় মোটরঘাট দখল নিয়ে পুরনো ও নতুন ইজারাদারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে ২০ জন আহত হন। ঘটনার পর থেকে একদল পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানানতে পারেননি ওসি। তবে এদের দুজনের অবস্থা আমঙ্কাজনক বলে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত