সুনামগঞ্জ প্রতিনিধি

০১ সেপ্টেম্বর, ২০২০ ২৩:০১

সা‌লেহ চৌধুরী ছি‌লেন দে‌শের সাংবা‌দিকতার ব‌াতিঘর

সুনামগ‌ঞ্জের কৃ‌তি সন্তান ও বি‌শিষ্ট সাংবা‌দিক বীর মু‌ক্তি‌যোদ্ধা প্রয়াত সা‌লেহ চৌধুরীর তৃতীয় মৃত্যুব‌া‌র্ষিকী উপল‌ক্ষে স্মরণ সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার সন্ধ্যায় শহ‌রের শহীদ মু‌ক্তিযোদ্ধা জগৎ‌জ্যো‌তি পাব‌লিক লাই‌ব্রেরী মিলনায়ত‌নে স্মরণ সভার আয়োজন ক‌রে সুনামগঞ্জ প্রেসক্লাব।

‌প্রেসক্লাব সভাপ‌তি পঙ্কজ কা‌ন্তি দে'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ‌কেএম ম‌হি‌মের প‌রিচালনায় স্মরণ সভায় বক্তব্য রা‌খেন, শহীদ মু‌ক্তিযোদ্ধা জগৎ‌জ্যো‌তি পাব‌লিক লাই‌ব্রেরী সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট সা‌লেহ আহমদ, লেখক ও গ‌বেষক ইকবাল কাগজী, প্রথম আলোর নিজস্ব প্র‌তি‌বেদক খ‌লিল রহমান, রি‌পোর্টার্স ইউ‌নি‌টির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী। যুক্তরাজ্য থে‌কে আ‌লোচনা সভায় যোগ‌দেন, সা‌লেহ চৌধুরী ভা‌তিজা চৌধুরী শামস উ‌দ্দিন রু‌মি।

আ‌লোচনা সভায় উপ‌স্থিত ছি‌লেন, প্রেসক্লা‌বের সহ সভাপ‌তি শামস শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তা‌রেক, কোষাধ্যক্ষ এআর জু‌য়েল, দপ্তর সম্পাদক আকরাম উ‌দ্দিন, ক্রীড়া সম্পাদক আ‌শিকুর রহমান পীর, প্রেসক্লাবের তথ্য ও প্রযু‌ক্তি সম্পাদক আ‌মিনুল ইসলাম, প্রেসক্লা‌বের সদস্য অ্যাড. এনাম আহমদ, মাহবুবুল হাসান শাহীন, অ্যাড‌ভো‌কেট আ‌নোয়ার হো‌সেন, মাসুক মিয়া, কামরুল হাসান চৌধুরী, মোসাইদ রাহাত, আব্দুস শহীদ, আল আ‌মিন।

সভায় বক্তারা ব‌লেন, সাংবা‌দিক সা‌লেহ চৌধুরী ছি‌লেন দে‌শের সাংবা‌দিকতার ব‌াতিঘর, বঙ্গবন্ধু ভা‌লো‌বে‌সে তা‌কে স্বাধীনতার পর দৈ‌নিক বাংলার সম্পাদকের দ্বা‌য়িত্ব দি‌য়ে‌ছি‌লেন। মু‌ক্তিযু‌দ্ধের সম্মুখের গে‌রিলা‌যোদ্ধা সা‌লেহ চৌধুরী‌কে দে‌শের মানুষ আজীবন ম‌নে রাখ‌বে।

আপনার মন্তব্য

আলোচিত