সিলেটটুডে ডেস্ক

২৬ নভেম্বর, ২০২০ ২১:৪৪

সিসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ মামলা

২৩ হাজার টাকা জরিমানা আদায়

বেআইনিভাবে জনচলাচলে বাঁধা সৃষ্টি করে রাস্তা ও ফুটপাতে ব্যবসা পরিচালনার অপরাধে ১১ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছেন সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, জেল রোড, মহাজনপট্টি ও লালদিঘিরপার এলাকায় সিসিকের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে জরিমানার ২৩ হাজার টাকা আদায় করা হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাস্তা ও ফুটপাত বেআইনিভাবে দখলের অভিযোগ প্রমাণিত হয়।

সিলেট মহানগর পুলিশ, বাজার শাখা, লাইসেন্স শাখা ও রাজস্ব শাখার কর্মকর্তা কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নগরীর রাস্তা ও ফুটপাত দখল, অবৈধ গাড়ি পার্কিং, বকেয়া হোল্ডিং ট্যাক্স ও পানি বিল আদায়ে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত