বড়লেখা প্রতিনিধি

৩০ নভেম্বর, ২০২০ ২২:০৯

বড়লেখায় পাঁচ ফার্মেসিকে ১৩ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজারে লাইসেন্স না থাকায় ২টি ও অনুমোদনহীন ওষুধ বিক্রি করার দায়ে ৩টি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৩০ নভেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স না থাকা ও অনুমোদনহীন ওষুধ বিক্রি করায় দাসেরবাজারের এ এস ফার্মেসিকে ৩ হাজার টাকা, শাহজালাল ফার্মেসিকে ৩ হাজার টাকা, দি ওয়াহিদ ফার্মেসিকে ৪ হাজার টাকা, শান্তি মেডিকেল হলকে ১ হাজার ও মমতা-জয়তারা আয়ুর্বেদিক মেডিকেল হলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নুসরাত লায়লা নীরা।

এসময় সাথে ছিলেন ওষুধ প্রসাশন অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা।

এর আগে উপজেলার রতুলী বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকা ও ওজনে কম দেওয়ার অপরাধে দুই মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নুসরাত লায়লা নীরা।

আপনার মন্তব্য

আলোচিত