চুনারুঘাট প্রতিনিধি

০৬ ডিসেম্বর, ২০২০ ২৩:৩৩

চুনারুঘাট হানাদারমুক্ত দিবস পালিত

হবিগঞ্জের চুনারুঘাট হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারে রোববার (৬ ডিসেম্বর) রাতে আলোচনা সভা হয়েছে।

এতে সভাপতিত্ব করেন পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপ-সচিব মোস্তফা মোরশেদ।

অর্থ সম্পাদক এসএম মিজানের সঞ্চালনায় প্রধান অতিথির উপস্থিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকদার। বিশেষ অতিথির উপস্থিতে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম জুয়েল, হুমায়ুন কবির চৌধুরী, আজিজুর রহমান কাজল, মাজহারুল ইসলাম রুবেল, মুক্তিযোদ্ধা সন্তান ইমরুল তরফদার সুজন, রানা, শওকত প্রমুখ।

সভায় চুনারুঘাট মুক্ত দিবসে স্বদেশপ্রেমে উজ্জীবিত বীর শহীদদের স্মৃতির প্রতি ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রক্তিম অভিবাদন জানিয়ে বীর মুক্তিযোদ্ধা ফয়জুল হক তালুকদার মুক্তিযুদ্ধের দিনগুলোর স্মৃতিচারণ করে বলেন, ‘বিশ্বের বুকে বাংলাদেশ যখন অনন্য উচ্চতায় যাচ্ছে ঠিক তখন বাংলাদেশবিরোধী মানুষেরা এদেশের অর্জনকে ভূলুণ্ঠিত করার জন্য নানান ইস্যু নিয়ে অশান্তি সৃষ্টি করা যাচ্ছে। এগুলো রুখে দেওয়ার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।’

আপনার মন্তব্য

আলোচিত