আইসিটি ডেস্ক

২২ জানুয়ারি, ২০২১ ১৪:১৯

অস্ট্রেলিয়ায় সার্চ ইঞ্জিন সেবা বন্ধের হুমকি গুগলের

অস্ট্রেলিয়া থেকে সার্চ ইঞ্জিন সরিয়ে নেয়ার হুমকি দিলো গুগল। সংবাদ প্রকাশকদের সাথে রয়্যালটি ভাগাভাগির সম্ভাব্য আইন নিয়ে দেশটির সরকারের সাথে দ্বন্দ্বে জড়ায় এ টেক জায়ান্ট।

সামাজিক যোগাযোগ মাধ্যমের সংবাদভিত্তিক পোস্ট থেকে আয়ে ভাগ বসাতে নজিরবিহীন একটি আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে মেলবোর্ন। ফলে, প্রকাশিত সংবাদ থেকে প্রাপ্য অর্থের ব্যাপারে গুগল-ফেসবুকের সাথে দরদামের সুযোগ পাবেন প্রকাশকরা। একে, অস্ট্রেলিয়া সরকারের একতরফা সিদ্ধান্ত আখ্যা দিয়েছে গুগল।

গুগল বলছে, এতে গ্রাহকসেবায় বিঘ্ন ঘটবে। গুগল অস্ট্রেলিয়ার ব্যবস্থাপনা পরিচালক সিনেট শুনানিতে বলেন, মীমাংসায় না পৌঁছালে দেশটিতে গুগল সার্চ বন্ধ করে দেয়া হতে পারে। যদিও হুমকিতে কিচ্ছু যায়-আসে না, জবাব অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর।

আপনার মন্তব্য

আলোচিত