গোলাপগঞ্জ প্রতিনিধি

১৩ মার্চ, ২০২১ ০১:৩২

গোলাপগঞ্জে বঙ্গবন্ধুর নামে মসজিদ

সিলেটের গোলাপগঞ্জের  লক্ষিপাশা ইউনিয়নের কতোয়ালপুর গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান দোয়ার মাধ্যমে অনুষ্ঠিত হয়।  

প্রবীণ আওয়ামীলীগ নেতা মোঃ লাল মিয়া আয়োজনে দোয়া মাহফিলে লক্ষিপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক রিবলু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফি চৌধুরী এলিম।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, লক্ষিপাশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম তুহিন, লক্ষিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মছলু, আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান কয়েছ, সমাজসেবী খলকুর রহমান খলকু, লক্ষিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত চৌধুরী শফি, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের খান কানু, সাংগঠনিক সম্পাদক রায়হানুর রশীদ দুলাল। মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা হুসাইন আহমদ রিপন।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ডা, ইব্রাহিম আলী, মোঃ হিরা মিয়া, শাহ সেলিম, শিবলু মিয়া,  সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক মনিরুল হক পিনু, শিক্ষক মাহবুবুর রহমান শিবলু, সাংবাদিক জিল্লুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা হক মোহাম্মদ সোপান, যুবনেতা ফাহিম আহমদ খান, ছাত্রলীগ নেতা আবু তাহের শুভ, ইফতেখার চৌধুরী, জাহেদুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত