তপন কুমার দাস, বড়লেখা

১১ নভেম্বর, ২০১৫ ২২:৩০

দীপাবলির আলোয় আলোকিত বড়লেখার গুলুয়া

সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী দীপাবলি উৎসব উপলক্ষে প্রদীপের আলোয় আলোকিত হয়েছিল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গুলুয়া গ্রাম। দীপাবলি উৎসবে দেড় কিলোমিটার রাস্তার দু’পাশে মোমবাতি প্রজ্বলন করেছে গুলুয়া যুব সংঘ।

বুধবার সন্ধ্যায় উপজেলার দাসেরবাজার ইউপি’র গুলুয়া এলাকায় এই মোমবাতি প্রজ্বলন করা হয়। গতবারের মতো এবারও সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে গুলুয়া যুব সংঘ এ ব্যতিক্রমী আয়োজন করে। এলাকার আবালবৃদ্ধবনিতা মোমবাতি প্রজ্বলনের মোহনীয় দৃশ্য অবলোকন করতে রাস্তায় নেমে আসেন। আশেপাশের এলাকা থেকেও আসা লোকজন উপভোগ করেন দৃশ্যটি।

গুলুয়া গ্রামের প্রবেশ মুখ থেকে কালাচাঁদ বাড়ি পর্যন্ত রাস্তার দু’ধারে বাঁশের খাপ বসিয়ে প্রায় ৩ হাজার মোমবাতি সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে সারিবদ্ধভাবে জ্বালিয়ে দেয়া হয়। এ সময় কিশোররা চারিদিকে পটকা ফাটিয়ে আনন্দ-উল্লাস করতে থাকে। যুব সংঘের সদস্য সুমিত রঞ্জন দাস ও ডা: রূপম চন্দ্র দাস জানান, এ উৎসবের আয়োজনে অংশ নিতে পেরে আমি আনন্দিত।

আপনার মন্তব্য

আলোচিত