নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০১৫ ২৩:০৩

সিলেট-ঢাকা মহাসড়কে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

সিলেট-ঢাকা মহাসড়কে ৪টি যানবাহনকে ২হাজার ১শত টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বুধবার বিকাল সাড়ে ৪টায় মহাসড়কের তেতলি পয়েন্টে এই অভিযান চালানো হয়। প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে ১টি অটোরিকশা, ১টি মোটরসাইকেল, ১ টি মিনি ট্রাক ও একটি বাসকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন। তাকে সহযোগীতা করেন সিলেট বিআরটির মোটরযান পরিদর্শক কেশব কুমার দাস।

অভিযান কালে অটো রিকশা সিলেট-জ-০৪-০১৩৬ কে ৩শ' টাকা, মিনি ট্রাক ঢাকা মোট্রো ম-০২-১৮০৩ কে ৩শ' টাকা, বাস সিলেট-জ-১১-৫০২২কে ১হাজার টাকা ও একটি মোটরসাইকেলকে ৫শ' টাকাসহ মোট ২হাজার ১শ' টাকা আদায় করে ভ্রাম্যমান আদালত।

আপনার মন্তব্য

আলোচিত