নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২১ ২২:৪১

শায়েস্তাগঞ্জে র‌্যাব ও ভোক্তা অধিকারের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

র‌্যাব ৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকায় ৭টি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২ মে) বেলা ১২ থেকে ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল।

অভিযানে নেতৃত্ব দেন মেজর সৌরভ মো. অসীম শাতিল, এএসপি এ,কে,এম কামরুজ্জামান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

র‌্যাব জানায়, শায়েস্তাগঞ্জ থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল দ্রব্য রাখা ও বিক্রয় করার অপরাধে মোট ৭টি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত