জগন্নাথপুর প্রতিনিধি

০৫ মে, ২০২১ ২০:৪২

জগন্নাথপুরে কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ শুরু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ শুরু হয়েছে।

বুধবার (৫ মে) জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুর রউফ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমলা রায়,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, কৃষক জুনাব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার দপ্তর সূত্র জানায় ৫ মে থেকে ধান সংগ্রহ শুরু করে ১৫ আগস্ট পর্যন্ত চলবে। জগন্নাথপুর উপজেলায় এবার ১ হাজার ৮০ টাকা মন দরে ২৭৫৬ মেট্রিক্স টন ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক্স টন ধান বিক্রি করতে পারবে।

আপনার মন্তব্য

আলোচিত