নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২১ ০১:২০

কোম্পানীগঞ্জে ১৬৫ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার এক

সিলেটের কোম্পানীগঞ্জে ১৬৫ বোতল বিদেশী মদসহ মফিজ খান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) দিবাগত রাত পৌনে ১২টায় কোম্পানীগঞ্জ থানার পারুয়া ভোলাগঞ্জ তিন তলা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে মৌলভীবাজারের জুড়ী উপজেলার মৃত তৈয়ব খানের ছেলে।

এ ঘটনায় স্থানীয় থানায় র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর শওকাতুল মোনায়েম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান-আল-আলম এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদারসহ সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার পারুয়া ভোলাগঞ্জ তিন তলা পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১৬৫ বোতল বিদেশী মদ জব্দসহ পেশাদার মাদক কারবারি মফিজ খানকে গ্রেফতার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত