সিলেটটুডে ডেস্ক

১০ মে, ২০২১ ২১:৪১

সিলেটের সীমান্ত এলাকায় বিদ্যানন্দ ও বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধকল্পে অসহায়, গরীব, হতদরিদ্র ১০০ পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটেলিয়ান।

সোমবার সকাল থেকে অসহায় পরিবারকে এ সব খাদ্য সহায়তা প্রদান করা হয়।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল জানান, ব্যাটালিয়নের অধীনস্থ বিওপি এলাকার দুস্থ পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশন সিলেট শাখার সার্বিক সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, ০২ কেজি ডাল, ০২ কেজি আটা, আধা লিটার তৈল, ০১ কেজি লবণ, ০১ কেজি ছোলা বুট, আধা কেজি খেজুর এবং ০১ কেজি চিনি বিতরণ করা হয়। এসব খাদ্য সহায়তা বিতরণ করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর  অধিনায়ক লে: কর্ণেল আহমেদ ইউসুফ জামিল।

তিনি আরো জানান, এই করোনা মহামারিতে সমাজের সকল বিত্তবানরা এগিয়ে আসলে গরিব অসহায়দের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

আপনার মন্তব্য

আলোচিত