নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২১ ২০:৩২

৫ দফা দাবিতে সিলেট সিভিল সার্জনের কাছে স্মারকলিপি

সকল নাগরিকের ফ্রি করোনা চিকিৎসা, টেস্ট ও ভ্যাকসিন নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে সিলেট সিভিল সার্জনের কাছে প্রগতিশীল রাজনৈতিক দলসমূহ স্মারকলিপি প্রদান করেছে।  

মঙ্গলবার (১১ মে) দুপুর ১২ টায়  সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে সিলেটে প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের উদ্যোগে করোনা সংক্রমণ রোধে করণীয় পদক্ষেপ নিতে সিভিল সার্জনের কাছে এই স্মারকলিপি পেশ করেন।  

স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন সম্পা, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নেতা মোখলেছুর রহমান, সিপিবি সিলেট জেলার সহ-সাধারণ সম্পাদক খায়রুল হাছান, চা শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হৃদেশ মুদি, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নেতা রেজাউর রহমান রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচ প্রমুখ।

দাবিগুলো হলো-
১. সকল নাগরিকের ফ্রি করোনা চিকিৎসা, টেস্ট ও ভ্যাকসিন নিশ্চিত কর। জাতীয় বাজেটে জিডিপি’র ৭% স্বাস্থ্যখাতে বরাদ্ধ কর।

২. করোনা রোগীর চিকিৎসার জন্য শহিদ সামসুদ্দিন হাসপাতালের সাথে যুক্ত করে প্রয়োজনীয় আই.সি.ইউ ও ভেন্টিলেটর সাপোর্টসহ ১০০০ শয্যার করোনা ইউনিট চালু কর। উপজেলা সদরে ১০০ শয্যার করোনা ইউনিট প্রস্তুত রাখা।

৩. নগরীতে ১০০০ শয্যা ও উপজেলা পর্যায়ে ২০০ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে জরুরী ভিত্তিতে হোটেল, কমিউনিটি সেন্টার সংস্কার করে সেখানে করোনা সন্দেহভাজন রোগীদের প্রাতিষ্টানিক কোয়ারেন্টাইন কর।

৪. সিলেট জেলায় দৈনিক ২ হাজার রোগীর করোনা পরীক্ষা, বুথের সংখ্যা বৃদ্ধি, ২৪ ঘন্টার মধ্যে রিপোর্ট প্রদানের জন্য প্রয়োজনীয় পিসিআর ল্যাব ও আনুষাঙ্গিক ব্যবস্থা কর।

৫.করোনা হাসপাতাল সমূহে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু কর।

স্মারকলিপি পেশ করে সিলেটে প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের উদ্যোগে করোনা সংক্রমণ রোধে মাস্ক বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত