নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০১৫ ১২:৩৯

রাজন হত্যা: অবশেষে আত্মসমর্পণ করলো শামীম

শিশু সামিউল আলম রজন হত্যা মামলার দন্ডপ্রাপ্ত আসামী শামীম আহমদ আদালতে আত্মসমর্পন করেছেন।

আজ (রবিবার) সকাল সাড়ে ১১ টায় শামীম সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন বলে জানান চাঞ্চল্যকর এই মামলার বাদী পক্ষের আইনজীবী মশরুর চৌধুরী শওকত।

শামীম আহমদকে রাজন হত্যা মামলার রায়ে সাত বছরের কারাদন্ড প্রদান করেছে আদালত। শামীম এই মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী কামরুল ইসলামের ভাই। রাজন হত্যার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাওয়ে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। রাজনকে নির্যাতনের ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

গত ৮ নভেম্বর এই হত্যা মামলার রায়ে ৪ জনকে ফাঁসি, একজনকে যাবজ্জীবনসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদের কারাদন্ড প্রদান করেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা। খালাস প্রদান করা হয় তিনজনকে। দন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে শামীম ও পাভেল পলাতক ছিলেন। এখনো পলাতক থাকা পাভেলের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

আপনার মন্তব্য

আলোচিত