বিশ্বনাথ প্রতিনিধি:

১১ জানুয়ারি, ২০২২ ২২:১০

সরকার হঠানোর সময় এসে গেছে: লুনা

বিশ্বনাথে বিএনপির সম্মেলন

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী ও বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘এদেশের চুনোপুঁটি আওয়ামী লীগ নেতারাও বিশ্বের উন্নত দেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু রহস্যজনক কারণে এই সৈরাচারী সরকার সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে দিচ্ছেনা।’

তিনি বলেন, ‘ইলিয়াস আলী নিখোঁজের পর প্রমাণ দিয়েছেন ইলিয়াস আলীকে মানুষ কতটা ভালোবাসেন। সেই ২০১২ সালের ২২ ও ২৩ এপ্রিল ইলিয়াস নিখোঁজ ইস্যুতে আন্দোলনে বিএনপি কর্মী সেলিম, জাকির ও মনোয়ার নিহত হয়েছে। এরপর শিশুসহ ১৩ হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি দিয়েছে ক্ষমতাসীনরা। মামলা হামলার কারণে প্রতিটা গ্রাম পুরুণষ শুন্য হয়ে পড়েছিল। মহিলারা অনিরাপদে আতঙ্কের মধ্যে বসবাস করেছিলেন।’

‘‘সেই দুঃসহ স্মৃতি বিশ্বনাথবাসী কখনও ভুলবেনা বলে আমি বিশ্বাস করি। আর যদি না ভুলি তাহলে আমাদের করনীয় হলো আন্দোলনের মাধ্যমে প্রতিশোধ নেওয়া। আর আপনাদের সাথে নিয়েই এর প্রতিশোধ নেওয়া হবে।’

মঙ্গলবার (১১ জানুয়ারি) বাদ-আছর সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্বনাথ পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারের সামনে অনুষ্ঠিত এ সম্মেলনে লুনা বলেন, ‘বর্তমান অবৈধ সরকার ভোট জালিয়াতি করে ক্ষমতা দখল করে রেখেছে। এই ভোট চোর সরকারের কাছে কোনভাবে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। আন্দোলনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর অবৈধ এই সরকার হঠানোর সময় এসে গেছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় দিতে হবে।’

পৌর বিএনপির আহ্বায়ক তালেব আলীর সভাপতিত্বে ও বিএনপি নেতা লিলু মিয়া এবং আহমেদ নূর উদ্দিনের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দীন আহমদ মিলন, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা বিএনপি নেতা আবুল কাহের চৌধুরী শামীম, আব্দুল মান্নান, অ্যাডভোকেট এমরান আহমদ, অ্যাডভোকেট হাসান পাটওয়ারী লিটন, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, কামরুল হাসান শাহীন, ময়নুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা মোজাহিদ আলী, জালাল উদ্দিন, আব্দুল হাই, বশির আহমদ, মোনায়েম খান, শামছুল ইসলাম, আব্দুর রহমান খালেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক সুরমান খান, পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শাহ আমির উদ্দিন, সদস্য সচিব শাহজাহান মিয়া, সিলেট জেলা ছাত্রদল নেতা তামিমুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসইন আহমদ প্রবেল, পৌর ছাত্রদল নেতা একে রাজু, ফখরুল ইসলাম রেজা, বিশ্বনাথ ডিগি কলেজ ছাত্রদল নেতা রাসেল আহমদ ও ফাহিম আহমদ।

সভার শুরতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা হাফিজ আরব খান।

সভা শেষে ৭ সদস্যের উপজেলা ও ৭ সাত সদস্যের পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপির নতুন কমিটিতে সাবেক সভাপতি জালাল উদ্দিনকে সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক লিলু মিয়াকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির বাকি পাঁচ সদস্য হলেন সিনিয়র সহসভাপতি শামছুজ্জামান সমছু, সহসভাপতি হাজী গৌছ আলী, যুগ্ম সম্পাদক মোনায়েম খান, সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সুরমান খান।

বিএনপি নেতা হাজী আব্দুল হাইকে সভাপতি ও বশির আহমদকে সাধারণ সম্পাদক করে পৌর বিএনপির ৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির বাকি দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ সভাপতি ফারুক মিয়া, সহ সভাপতি আহমেদ নূর উদ্দিন, যুগ্ম সম্পাদক শামছুল ইসলাম, আব্দুল জলিল ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ।

আপনার মন্তব্য

আলোচিত