তাহিরপুর প্রতিনিধি:

১৩ জানুয়ারি, ২০২২ ১৯:৫৭

তাহিরপুরে চেয়ারম্যান পদে ৪৮ জনের মনোনয়নপত্র দাখিল

সপ্তম ধাপে ইউপি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখে (১২ জানুয়ারি) আওয়ামী লীগের মনোনীত ৭ জনসহ ৪৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে তাহিরপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র ও বিদ্রোহীসহ ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন আখঞ্জি, বোরহান উদ্দিন, জুনাব আলী, আতিকুর রহমান, মো. হোসাইন শরীফ বিপ্লব, মো. বাচ্চু মিয়া।

বড়দল উত্তর ইউনিয়নে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৪ নম্বর বড়দল উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, আবুল কাশেম, মাসুক মিয়া, রুহুল আমিন, মো. এ কে নূর মিয়া, মলু হোসেন, মো. সাহাব উদ্দিন, মো. হোসেন আলী, মো. সিরাজ মিয়া।

বাদাঘাট ইউনিয়নে ৮ জন মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সদস্য সুজাত মিয়া, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন, এম সালমান আহমদ সুজন, বুরহান উদ্দিন, সোহাগ মিয়া, গোলাম রব্বানী, সোহাগ মিয়া।

শ্রীপুর উত্তর ইউনিয়নে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আবুল খায়ের, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন খান, সালেহ আহমদ সবুজ, আলী হায়দার, মো. সামছুল হক, খায়রুল বাশার, আবুল কালাম খাঁ।

বালিজুড়ি ইউনিয়নে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বালিজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, আজাদ হোসাইন।

শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান বিশ্বজিত সরকার, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী আলী আহমদ মুরাদ, মহসিন রেজা মানিক, কৃষ্ণ গোপাল তালুকদার মানব, লুৎফুর রহমান লিটন, মো. বাবুল মিয়া, মহিবুর রহমান রুবেল, মোফাজ্জল হোসেন, মো. আলম।

বড়দল দক্ষিণ ইউনিয়নে ৭ জন মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বড়দল দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থী হাজী ইউনূছ আলী, আবুল কালাম আজাদ, সালেহ আহমদ, সবুজ আলম, মো. ইলিয়াছ আহমদ, মো. মাসুক মিয়া।

প্রসঙ্গত, মনোনয়নপত্র বাছাই ১৫ জানুয়ারি, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ১৮ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ২১ জানুয়ারি। প্রত্যাহার ২২ জানুয়ারি ও ২৩ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে। আগামী ৭ ফেব্রয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত