কমলগঞ্জ প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০২২ ২১:০৫

মাস্ক ব্যবহারে অনীহা, কমলগঞ্জে ৮ জনকে জরিমানা

মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না ব্যবহারের করায় ক্রেতা-বিক্রেতাসহ ৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার শমশেরনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং স্বাস্থ্যবিধি ও মাস্কের ব্যবহার নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার বলেন, অমিক্রন রোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।  এ সময় মাস্ক না ব্যবহার করায় ৮ জনকে ও ড্রাগ অ্যাক্ট ১৯৪০ আইনে ৩ জনসহ ১১টি মামলায় মোট ৪ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, পরবর্তী সরকারি আদেশ না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত