রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর

১৯ মে, ২০২২ ১৪:১৫

ধান ঘরে তোলা নিয়ে কৃষকের দুশ্চিন্তা

সুনামগঞ্জের জগন্নাথপুরে টানা বৃষ্টিপাতে ফিকে হয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন। ভিজে যাওয়া ধান শুকিয়ে ঘরে তুলতে পারবেন নাকি পাকা ধান ভিজে তাতে চারা গজিয়ে যাবে তা নিয়ে এখন চিন্তিত কৃষকেরা।

বৃহস্পতিবার (১৯ মে) সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় উপজেলাতে নেই বিদ্যুৎ, বৃষ্টি জন্য ধান শুকাতে পারছেন না কৃষকরা। অনেক কৃষক ক্ষেতের ধান কেটে ঘরে তুলেছেন আবার কারও কারও কাটা ধান রয়ে গেছে। হঠাৎ বৃষ্টিতে অনেক স্থানেই ধান ভিজে গেছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃষক সাদিক মিয়া বলেন, ১৫ কাঠা জমির ধান কেটে রেখেছিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ভিজে যাওয়া ধানের মধ্যে পানি লাগার কারণে নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে।

হবিপুর এলাকার কৃষক কাইয়ুম হোসেন জানান, বুধবার সকালে দুই বিঘা জমির ধান কেটেছেন। কিন্তু বুধবারের বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান পানিতে ভিজে গেছে। এভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে কেটে রাখা ধান প্রায় সবই নষ্ট হয়ে যাবে।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জানান, বৃষ্টিতে কেটে রাখা ধান চারা গজিয়ে কিছুটা ক্ষতি হবে।তবে যদি বৃষ্টি দীর্ঘস্থায়ী হয় তাহলে কৃষকের ক্ষতির মাত্রা বাড়বে।

আপনার মন্তব্য

আলোচিত