দিরাই প্রতিনিধি:

২০ মে, ২০২২ ২৩:৫৬

ছেলেকে বাঁচাতে প্রাণ দিলেন বাবা

নৌকায় ধান বোঝাই করে ধান ভাঙাতে ছেলে অনুপ তালুকদারকে (১১) সাথে নিয়ে বাজারে যাচ্ছিলেন কার্তিক রঞ্জন তালুকদার। বাজারে পৌঁছানোর আগেই হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে নৌকাটি ডুবে যায়। কার্তিক তখন তার ছেলে অনুপকে বাঁচাতে তাকে উঁচু করে ধরে রেখে পাড়ের দিকে আসতে আসতে চিৎকার করতে থাকেন।

বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় লোকজনের নজরে আসলে তারা দ্রুত নৌকা নিয়ে ছুটে যান। তারা ছেলেটিকে উদ্ধার করতে পারলেও বাবা কার্তিক রঞ্জন রঞ্জন তালুকদারকে বাঁচাতে পারেননি। নিখোঁজ হয়ে যান কার্তিক। পরে কার্তিক রঞ্জনের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ মে) সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে।

নিহত সেই পিতা জগদল ইউনিয়নের রাজনাও গ্রামের ক্ষীতিশ রঞ্জন তালুকদারের ছেলে কার্তিক রঞ্জন তালুকদার (৪৫)।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে বিকেল ৪টার দিকে পৌঁছে দিরাই থানার পুলিশ। পরে জাল দিয়ে পানির নিচ থেকে কার্তিক রঞ্জনের মরদেহ উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত