গোলাপগঞ্জ প্রতিনিধি

২৯ অক্টোবর, ২০২৩ ১৩:৫২

গোলাপগঞ্জে তাজেল হত্যা : আদালতে আসামি জাফরের আত্মসমর্পণ

সাইফুল ইসলাম জাফর

সিলেটের গোলাপগঞ্জে তাজেল হত্যার আসামি সাইফুল ইসলাম জাফর (২৫) আদালতে আত্মসমর্পণ করেছে।

রোববার (২৯ অক্টোবর) সকালে সিলেটের সিনিয়র বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি আত্মসমর্পণ করে।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা নুর মিয়া বলেন, আজ সকালে জাফর আদালতে আত্মসমর্পণ করলে আদালত আসামিকে কারাগারে প্রেরণ করেন। পুলিশ আদালতের কাছে আসামির রিমান্ড চাইবে।

উল্লেখ্য, গত (১৯ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে মেসেঞ্জারে গালাগালির দ্বন্দ্বে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের পাশে তাজেল আহমদ প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় তাজেলের সাথে থাকা তার বন্ধু তানভীর আহমদ আহত হয়ে বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত তাজেল আহমদ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের ময়েন আলীর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রির কাজ করত। আহত তরুণ তানভীর আহমদ একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে।

ঘটনার পর শনিবার (২১ অক্টোবর) রাতে নিহতের ভাই রাসেল আহমদ (২৪) বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (নং: ১৩, তারিখ ২১/১০/২০২৩) দায়ের করেন। মামলায় আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলায় আসামিরা হলেন- উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামের সুফিল আহমদের ছেলে অপু আহমদ (২০), ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের সাইফুল ইসলাম রানার ছেলে ছাইদ আহমদ (২২) ও আমুড়া ইসলামটুল গ্রামের জালাল আহমদের ছেলে সাইফুল ইসলাম জাফর (২৫)।

আপনার মন্তব্য

আলোচিত