নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৪ ২৩:৪৯

সিলেটে কাভার্ড ভ্যানে মিলল ১ কোটি ৭৭ লাখ টাকার ভারতীয় পণ্য

ছবি: সংগৃহীত

সিলেটে কাভার্ড ভ্যান তল্লাশি করে মিলল ১ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকার ভারতীয় পণ্য।

এসময় পণ্যবাহী কাভার্ড ভ্যান জব্দ ও এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম ওশান কবির মিলন (২৫)। কবির যাশোর জেলার বাঘারপাড়া উপজেলার খলিলপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

রোববার (২৪ মার্চ) রাতে সিলেট মহানগর পুলিশের এক গণমাধ্যম বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে শহরতলীর শাহপরাণ (রহ.) থনার মুরাদপুর পয়েন্টে (সিলেট-তামাবিল বাইপাস) সড়ক থেকে এসব পণ্য জব্দ হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে- ২১৫০ পিস ভারতীয় শাড়ি, ২৫০ পিস ভারতীয় থ্রী-পিস, ৪০ পিস ভারতীয় লেহেঙ্গা, ২৪০ জোড়া খেলার বুট জুতা, ৪৯০০ পিস সানগ্লাস ও ৩৭৫ বক্স ভার্জিন রুলিং পেপার। যার আনুমানিক মূল্য ১ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত