তাহিরপুর প্রতিনিধি

০৫ এপ্রিল, ২০২৪ ০০:০১

পূর্ব বিরোধের জেরে তাহিরপুর বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পূর্ব বিরোধের জের ধরে রেজাউল করিম নামের একজনের বাড়ি ও দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় নারীসহ ১০ জন আহত হয়েছে।

বুধবার রাতে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল পুরানহাটি গ্রামে ঘটনাটি ঘটেছে।

লিখিত অভিযোগ ও এলাকাবাসী জানায়, পূর্ব বিরোধের জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রেজাউল করিমের বাড়ি ও দোকানে প্রতিপক্ষ সুলতান মিয়াসহ তার সহযোগী ১৫ জন মিলে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। এসময় বাড়ি ও দোকানে জিনিসপত্র ভাঙচুর করে, মূল্যবান জিনিসপত্র লুটপাট করে, দোকানে ড্রয়ারে থাকা ৩৫ হাজার নগদ টাকা ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এসময় তাদের বাধা দিলে মারপিট করে নারীসহ ১০ জনকে গুরুতর আহত করে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনার তাহিরপুর থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত