জগন্নাথপুর প্রতিনিধি

০৮ এপ্রিল, ২০২৪ ২০:১৭

দেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে: এমএ মান্নান

সাবেক পরিকল্পনা মন্ত্রী পরিকল্পনা মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান  এমপি বলেছেন, দেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে। আর এই পরিবর্তনের নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার সফল নেতৃত্বে দেশ এখন অনেকটা স্বয়ংসম্পূর্ণ। কৃষিতে বিপুল অগ্রগতি সাধিত হয়েছে।

তিনি সোমবার (৮ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যাগে কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ প্রণোদনা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম এর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কাওসার আহমেদের পরিচালনায় এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী,আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, লুৎফুর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম প্রমুখ।

 সভায় ২৬০০ কৃষকের মধ্যে সার, বীজ হিসেবে আউশ প্রণোদনা বিতরণ কর্নসূচির আওতায় গতকাল ১০০ কৃষকের মধ্যে প্রনোদনার সার বীজ তুলে দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত