বড়লেখা প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০২৪ ০১:৫৫

হাকালুকি পারে কৃষকের ওপর হামলা, একমাসেও অধরা আসামি ছয়ফুল

প্রতীকি ছবি

বড়লেখা উপজেলার হাকালুকি হাওর পারের দরিদ্র কৃষক নুরুল আমিনের (৪৯) ওপর হামলার ঘটনার ২নং আসামি ছয়ফুল মিয়াকে (৪০) এক মাসেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ছয়ফুল মিয়া তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওর পারের হাল্লা গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে।

গত ১০ মার্চ হাল্লা এলাকার হাকালুকি পর্যটন টাওয়ার এলাকায় কৃষক নুরুল আমিনের ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় গত ১২ মার্চ নুরুল আমিনের মেয়ের জামাই মো. আব্দুল্লাহ বাদী হয়ে ২ জনকে আসামি করে বড়লেখা থানায় একটি মামলা করেন। এই মামলায় পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি মজনু মিয়াকে (৪৫) গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ নুরুল আমিন নিজের ধান ক্ষেতের পরিচর্যা করছিলেন। এসময় দেখতে পান মজনু মিয়া ও তার ভাই ছয়ফুল মিয়া ধান ক্ষেত ঘেঁষে দুটি গরু বেধে রেখেছেন। বিষয়টি তিনি প্রতিবাদ করলে মজনু মিয়া ও তার ভাই ছয়ফুল মিয়া নুরুল আমিনকে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করেন।

মামলার বাদী নুরুল আমিনের মেয়ের জামাই মো. আব্দুল্লাহ বলেন, ‘২নং আসামি গ্রেপ্তার না হওয়ায় সে আমাকে লোক মারফত হুমকি দিচ্ছে। এতে আমরা আতঙ্কে আছি। সে যেকোনো সময় আমাদের ক্ষতি করতে পারে।’

এব্যাপারে বক্তব্য জানতে মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার এসআই মো. মাসুদ পারভেজ জমাদারের মুঠোফোনে ফোন করা হয়। ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত