গোলাপগঞ্জ প্রতিনিধি

২৫ মে, ২০২৪ ২২:৩৬

গোলাপগঞ্জে নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদীর পানিতে ডুবে সুহেদা বেগম (১০) ও মাজেদা বেগম (৫) নামের দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু তাদের মায়ের সাথে নানার বাড়ি ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামে বসবাস করতো। তাদের পিতার নাম জয়নাল উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন।

স্থানী সূত্রে জানা যায়, শিশু দুটি খেলতে গিয়ে সবার অগোচরে কুশিয়ারা নদীর পানিতে পড়ে যায়। এরপর পরিবারের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করেন।

আপনার মন্তব্য

আলোচিত