জগন্নাথপুর প্রতিনিধি

১২ আগস্ট, ২০২৪ ০০:২৭

জগন্নাথপুরে রানীগঞ্জ উন্নয়ন সংস্থার অর্থায়নে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর অর্থায়নে মেশিন বিতরণ করা হয়েছে।

রোববার (১১ আগস্ট) বিকালে রানীগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যালয়ে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান প্রদানের পূর্বে রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সভাপতি কাসেম আলী তালুকদারের সভাপতিত্বে আব্দুর রহিম তালুকদারের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন প্রচার সম্পাদক যুবায়ের সাহেদ ।

এতে আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মো. মহিম উদ্দিন ও সালাম তালুকদার । স্বাগত বক্তব্য দেন রানীগঞ্জ উন্নয়ন সহ-সাধারণ সম্পাদক মো. আজহারুল ইসলাম সোহাগ। বক্তব্য দেন সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, শিক্ষা ও তথ্য-প্রযুক্তি সম্পাদক আহমদ হাসান মাহদী।

উপস্থিত ছিলেন সহ সভাপতি জগন্নাথ দাশ, সহ-সভাপতি জুবের উদ্দিন, সহ-সভাপতি সাহেদ তালুকদার, অর্থ সম্পাদক মো. রাকিব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-প্রচার সম্পাদক নাঈম আহমেদ মাহদী, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আপ্তাব উদ্দিন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আজহার হোসেন, নির্বাহী সদস্য শফিনুর আলী, সদস্য হাবীবুর রহমান, সদস্য সাকিব আহমেদ, সদস্য শাওন তালুকদার, সদস্য শায়েক আহমেদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত