নিজস্ব প্রতিবেদক

০৫ আগস্ট, ২০২৫ ২৩:৩৫

৭ ঘন্টা বিদ্যুৎহীন ছিলো সিলেট নগরের কয়েকটি এলাকা

মঙ্গলবার টানা ৭ ঘন্টা বিদ্যুৎহীন ছিলো সিলেট নগরের কয়েকটি এলাকা।
 
মঙ্গলবার (৫আগস্ট) দুপুর ১টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় নগরের টিলাগড়সহ আশপাশের এলাকার। রাত ৮টার দিকে বিদ্যুৎ আসে।  

টিলাগড় এলাকার ব্যবসায়ী রিংকু বিশ্বাস জানান, দুপুর ১টা থেকে পুরো এলাকা বিদ্যুৎহীন ছিলো। বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এ বার বার কল দিলেও কেউ ফোন ধরেননি।

এ ব্যাপারে সিলেট বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর সহকারি প্রকৌশলী মো. আবু হোসেন বলেন, লাইনে একাধিক স্থানে ফল্ট ছিল। সেটি খোঁজে বের করে মেরামত করতে সময় লেগেছে। রাত ৮টার দিকে ওই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত