
০৭ অক্টোবর, ২০২৫ ১৩:০১
গত বছরের জুলাই আগস্টের আন্দোলন চলাকালে হামলার মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. ফরহাদ বক্স (৬১) সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক কৃষি বিষয়ক সম্পাদক।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরের আখালিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তারি পরওয়ানাভূক্ত আসামি ছিলেন ফরহাদ।
আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে বলে জানান মিডিয়া অফিসার সাইফুল।
আপনার মন্তব্য