সিলেটটুডে ডেস্ক

০৬ অক্টোবর, ২০২৫ ২৩:২৭

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের ৩ বিজ্ঞানী

নোবেল পুরস্কার ২০২৫

চিকিৎসাবিজ্ঞানে ২০২৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী মেরি ই ব্রাঙ্কো ও ফ্রেড র‍্যামসডেল এবং জাপানের সিমন সাকাগুচি। মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য তারা এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট বিজয়ীদের নাম ঘোষণা করে।

বিবৃতিতে বলা হয়েছে, তারা ‘শরীরের ক্ষতি না করে কীভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছেন’, যা পেরিফেরাল ইমিউন টলারেন্স সম্পর্কিত।

কারোলিনস্কা ইনস্টিটিউটের রিউমাটোলজি বিভাগের অধ্যাপক মেরি ওয়ারেন-হারলেনিয়াস বলেন, ‘এই গবেষণা দেখায় কীভাবে আমরা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা এমনভাবে নিয়ন্ত্রণ করি যাতে সব ধরনের জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে পারি, অথচ অটোইমিউন রোগে আক্রান্ত না হই।’

নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ১.১৭ মিলিয়ন মার্কিন ডলার) ভাগ করে নেবেন তারা। তাদেরকে সুইডেনের রাজা স্বর্ণপদকও দেবেন।

পুরস্কার কমিটি জানায়, ‘তাদের আবিষ্কার নতুন এক গবেষণা ক্ষেত্রের ভিত্তি তৈরি করেছে এবং ক্যানসার ও অটোইমিউন রোগের মতো জটিল অসুখের নতুন চিকিৎসা পদ্ধতির বিকাশে প্রেরণা জুগিয়েছে।’

২০২৫ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারের মাধ্যমে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণার আনুষ্ঠানিক সূচনা হলো। আগামী কয়েক দিনে সাহিত্য, শান্তি, অর্থনীতি ও অন্যান্য ক্ষেত্রে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত