
১৫ অক্টোবর, ২০২৫ ২২:২৯
হানিফ আহমদ সুমন (বাঁয়ে) ও নিহত নোমান উদ্দিন (ডানে)। ছবি: সংগৃহীত
সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যাকান্ডের ঘটনায় শ্যালক হানিফ আহমদ সুমন (৩৮) কে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মোমেন ৭দিনের রিমান্ড আবেদন করলে বুধবার দুপুরে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইবরাহিম সরকারের আদালতর রিমান্ড শুনানির পর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন।
গত ২৯ সেপ্টেম্বর কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিন বাড়ি থেকে বেরিয়ে নিজ দোকানে এসে সকাল ১১ টার দিকে নিখোঁজ হন। ২ অক্টোবর বাড়ির অদূরে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়।
নিহত নোমান উদ্দিনের ভাই রিয়াজ উদ্দিনসহ এলাকাবাসীর দাবী নৃশংস হত্যাকান্ডের সাথে তারই শ্যালক সুলতানপুর ইউপির ঘেছুয়া গ্রমের তেরাই মিয়ার ছেলে হানিফ আহমদ সুমন (৩৮), বাবুর বাজার পশ্চিম গঙ্গাজল গ্রামের মামই মিয়ার ছেলে মাজেদ আহমদ (২৬), গোলাঘাট গ্রামের তাছকিন আহমদ তাজুল (২৫)সহ তার পরিবারের লোকজন জড়িত।
তিনি দাবী করেন তার ভাইয়ের হত্যা মামলাকে ধামাচাপা দিতে নোমানের স্ত্রী মনোয়ারা বেগম ও মামলার বাদী মেয়ে জান্নাতুল ফেরদৌস মুন্নি তৎপরতা চালিয়ে যাচ্ছে। সুমন, মাজেদ ও নিকট আত্মীয় হওয়ায় তাদেরকে বাঁচানোর ছলচাতুরী করে যাচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন জানান, ঘটনার সাথে সন্দিগ্ধ সুমনকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার নিকট থেকে এঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেও তিনি আশা করেন। তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদেরও আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
আপনার মন্তব্য