কানাইঘাট প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০২৫ ২২:৪৩

সুরমা নদী থেকে বালু উত্তোলন, ৪ শ্রমিককে জরিমানা

সিলেটের কানাইঘেটে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার শ্রমিককে জরিমানা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার অভিযান চালিয়ে বালু ভর্তি বলগেট সহ ৪ শ্রমিককে আটক করেছেন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃতদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের সাজা প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মুখ সুরমা নদী থেকে বালু উত্তোলন করছিলেন।

অভিযানের সময় নির্বাহী কর্মকর্তার সাথে কানাইঘাট থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাজাপ্রাপ্তরা ৫০ হাজার টাকা নগদ জরিমানা দিয়ে থানা থেকে মুক্তি পান। জব্দকৃত বালু প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

জানা গেছে, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সোনারতালুক ও নন্দিরাই সহ আশপাশ গ্রামের মানুষের যাতায়াতের পাকা রাস্তার সামনে গত বছরের বন্যায় বড় আকারে ভেঙে গিয়ে নদীগর্ভে বিলীন হয়ে যায়। সড়কের ভাঙা ও দেবে যাওয়া অংশ পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে সম্প্রতি ব্লক সহ আশপাশের ৫টি পুকুর ভরাটের জন্য কাজের ঠিকাদার উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে সরকারি কাজে সুরমা নদী থেকে বালু ব্যবহারের জন্য অবৈধভাবে বালু উত্তোলন করায় এ অভিযান চালানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত