নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৫ ২২:১৯

রাজনগরে একসাথে ৫ গরু চুরি, নিঃস্ব পরিবার

মৌলভীবাজার জেলার রাজনগরে দরিদ্র এক পরিবারের ৫টি গরু নিয়ে গেছে চুরেরা।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাঁচগাও ইউনিয়নের দেবীপুর গ্রামের শিবুল দেবের বাড়িতে এ গরুচুরির ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়ে পড়েছে ওই পরিবার।

জানা যায়,রাত আনুমানিক দুইটা থেকে তিনটার মধ্যে সহায়সম্বলহীন শিবুল দেবের গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় শিবুল দেবের ছেলে সুভাষ দেব রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন।

সুভাষ দেব জানান, আমাদের গোয়ালে মোট পাঁচটি পূর্ণবয়স্ক গরু ছিল। এর মধ্যে তিনি একটি গাভী একজন প্রতিবেশির কাছে কয়েকমাস আগে বিক্রি করা হয়। কিন্তু সেই প্রতিবেশি গাভীটি লালন-পালনের জন্য আমাদের কাছেই বর্গা হিসেবে রেখেছিলেন এবং বর্তমানে গাভীটি গর্ভবতী ছিল। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটা থেকে তিনটার দিকে এই বর্গা রাখা গাভীটি সহ সবগুলো গরু চুরি করে নিয়ে যায়।

শিবুল দেব জানান, রাত ১২টার দিকে তিনি গোয়ালঘরে গিয়ে সবগুলো গরুর দেখভাল করে শুয়ে পড়েন। সকাল সাতটায় ঘুম থেকে উঠে গোয়ালঘরের দরজা খোলা দেখে ভাবেন তার ছেলে সুভাষ দেব হয়তো গরুগুলো মাঠে চরাতে নিয়ে গেছে। কিন্তু, একটু পর সুভাষকে গরুর ব্যাপারে জিজ্ঞেস করলে জানায় সে মাত্র ঘুম থেকে উঠেছে এবং সে গরু চড়াতে দেয়নি। তখন চুরির ঘটনাটি ধরা পড়ে।

উল্লেখ্য, দেবীপুর গ্রামে বিগত দশ বারো বছর ধরে গ্রামপঞ্চায়েতের সবাই রাত্রিকালিন পাহারা দিয়ে আসছে। ওই রাতেও ৯জন মিলে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত পাহারা দিচ্ছিলেন। ওই রাতে পাহারার দায়িত্বে ছিলেন গ্রামের গোপাল বৈদ্য, রুক্মিণী নাথ, নৃপেন্দ্র নাথ, তপন নাথ, নির্মল নাথ, সুজিত দেবসহ অন্যান্যরা। কিন্তু পাহারাদার থাকা সত্ত্বেও তার গোয়ালঘর শূন্য করে সবগুলো গরু চুরি করে নিয়ে যায়।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজনগর থানার এসআই নৃপেশ দেব বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। চুরির রহস্য উদঘাটনে চেষ্টা করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত