২০ নভেম্বর, ২০২৫ ১১:৫৯
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ গ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জুড়ী উপজেলা যুবদলের অন্তর্ভুক্ত ৬টি ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দের মধ্যে আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে এ উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয়ে ইউনিয়ন যুবদলের নেতাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জুড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী নিপার রেজার সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ গফুর মারুফ, ফয়সাল আহমদ ছাড়াও ৬ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী সংসদ নির্বাচনে জুড়ী বড়লেখা আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে যুবদলের টিমভিত্তিক কর্মসূচি ঘোষণা করা হয়।
আপনার মন্তব্য