নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২৫ ১৮:৩৫

হাকালুকি বাঁচাতে লুটপাটকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শরিফুল হক সাজুর

শরিফুল হক সাজু

হাকালুকি হাওরের পরিবেশ ও সম্পদ রক্ষায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু। সাম্প্রতিক সময়ে গোটাউরা হাওরখাল জলমহালে মাছ হরিলুটের ঘটনায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখা পোস্ট করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শরিফুল হক সাজু।

তিনি বলেন, “হাকালুকি হাওর আমাদের গর্ব, আমাদের ইতিহাস এবং জীবন-জীবিকার অন্যতম উৎস। এই হাওরে লুটপাটের ঘটনা দেখতে আমরা আর কতদিন নীরব থাকব?”

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদে হাওরখাল জলমহালে মাছ হরিলুটের ভয়াবহ খবর দেখে তিনি “মর্মাহত ও ব্যথিত” বলেও মন্তব্য করেন। তার দাবি—জলমহাল দেশের সম্পদ, আর সেই সম্পদ লুট করার অধিকার প্রশাসন, দলীয় নেতা কিংবা কোনো প্রভাবশালী ব্যক্তিসহ কাউকেই দেওয়া হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, “দেশের সম্পদ লুটকারী কোনোভাবে নেতা হতে পারে না, সে একজন অপরাধী।”

শরিফুল হক সাজু হাওরখাল জলমহালে যারা মাছ হরিলুটে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন। পাশাপাশি গত কয়েক দিনে খাস কালেকশনের নামে সরকারী কোষাগারে কত টাকা জমা হয়েছে—তার স্বচ্ছ হিসাব বড়লেখা-জুড়ীবাসীর সামনে প্রকাশ করার আহ্বান জানান।

তিনি বলেন, “হাওর রক্ষার লড়াই কোনো রাজনৈতিক লড়াই নয়; এটি আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। হাকালুকি হাওর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ। তাই লুটপাটকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

 

আপনার মন্তব্য

আলোচিত