শ্রীমঙ্গল প্রতিনিধি

২৮ নভেম্বর, ২০২৫ ১৫:২৯

শ্রীমঙ্গলে ধান কাটার সময় ক্ষেতে মিলল বিশাল অজগর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নোয়াগাঁও ফকিরবাড়ি সংলগ্ন ধানক্ষেতে ধান কাটার সময় একটি বিশালাকৃতির অজগর সাপ নজরে আসায় কৃষকদের মাঝে দেখা দেয় ভয় ও আতঙ্ক।

শুক্রবার সকাল ৮টার দিকে হঠাৎ সাপটি দেখে শ্রমিকরা কাজ বন্ধ করে দেন এবং দ্রুত আশপাশের লোকজনকে বিষয়টি জানান।

পরে ফকিরবাড়ির স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে সংস্থাটির পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং রিদন গৌড় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অজগর হিসেবে শনাক্ত করেন। এরপর তারা অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধার কার্যক্রমের নেতৃত্ব দেওয়া স্বপন দেব সজল বলেন, “গ্রামীণ জনপদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণেও আমাদের কাজ চলমান। অজগরটি সুস্থ ছিল এবং খুব সতর্কতার সঙ্গেই আমরা এটিকে উদ্ধার করি।”

পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, “শীত মৌসুমে খাদ্যের সন্ধানে বা নিরাপদ আশ্রয় খুঁজতে অজগর মাঝে মাঝে লোকালয়ে চলে আসে। আতঙ্কিত না হয়ে দ্রুত কর্তৃপক্ষকে খবর দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

উদ্ধারের পর অজগরটিকে বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানান, স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে উপযুক্ত বনে অবমুক্ত করা হবে।

শ্রীমঙ্গল এলাকায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে অজগর দেখা যাওয়ার ঘটনায় পরিবেশকর্মীরা মনে করছেন, বনাঞ্চলে খাদ্যের সংকট বা আবাসস্থল সংকোচনের কারণে এগুলো লোকালয়ে প্রবেশ করতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত