ডেস্ক রিপোর্ট

১৩ মার্চ, ২০১৬ ২২:১৭

‘গল্পে গল্পে সাংবাদিকতা গ্রন্থটি নতুনদের পথচলায় সাহায্য করবে’

সিলেটের তরুন সাংবাদিক, একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান ইকবাল মাহমুদের লেখা গল্পে গল্পে সাংবাদিকতা গ্রন্থের ভূয়সী প্রশংসা করেছেন সিলেটের বিদগ্ধজনরা। তারা বলেছেন, লেখক এ বইটিতে যেসব উপাদান দিয়েছেন সেগুলো নতুন সাংবাদিকদের পথচলায় সাহায্য করবে, সৎ সাংবাদিকতাকে উৎসাহিত করবে। বস্তুনিষ্ঠতার প্রতি সাংবাদিকরা আরো যত্নবান হবেন। বইটির কলেবর ছোট হলেও এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যা পাঠান্তে সকল পেশার মানুষই উপকৃত হবেন।

শনিবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাব মিলণায়তনে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বসেছিল সিলেটের বিদগ্ধজনদের মিলনমেলা। বিভিন্ন পেশার গুণীজনরা উপস্থিত হন এ মিলনমেলায়। ছিলেন সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবীরা। বিপুল সংখ্যক শিক্ষানবীশ সাংবাদিকও উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।

প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর।

কবি ও সাংবাদিক আব্দুল মুকিত অপির উপস্থাপনায় গ্রন্থের উপর আলোচনায় অংশ নেন, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কবির চৌধুরী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর আকমল মাহমুদ, সিলেট লিডিং ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কবির হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, দৈনিক সিলেটের ডাক এর নির্বাহী সম্পাদক আবদুল হামিদ মানিক, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এমাদুল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ব্লাস্ট এর প্রধান এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক সাঈদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুবেদা কনক খান, সাংবাদিক আব্দুল মালিক জাকা, দিলোয়ার হোসেন দিলু, আবদুল কাদের তাপাদার, কামকামুর রাজ্জাক রুনু, কবি মুহিত চৌধুরী কবীর আহমদ সোহেল, ওয়েছ খসরু, প্রমূখ। মুল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক-গল্পকার সেলিম আউয়াল।

স্বাগত বক্তব্য রাখেন বইয়ের প্রকাশক চৈতন্য প্রকাশন এর কর্ণধার রাজীব চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ড. কবীর চৌধুরী বলেন, ‘বইটি সুখপাঠ্য এবং তথ্যবহুল। বইটিতে যেভাবে সাংবাদিকতার খুঁটিনাটি উপস্থাপন করা হয়েছে সাংবাদিকতার শিক্ষার্থীদের জন্য এটি রেফারেন্স বই হিসেবে কাজে লাগবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর আকমল মাহমুদ বলেন,‘ইকবাল মাহমুদ আমার সরাসরি ছাত্র। বিশ্ববিদ্যালয় ছাত্র অবস্থায় আমি তার মধ্যে সৃজনশীল প্রতিভা লক্ষ্য করেছি। ইংরেজীর মহাদুর্যোগের সময় যখন অনেক শিক্ষকও ভুল ইংরেজী লিখেন তখনও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইকবাল মাহমুদকে দেখেছি শুদ্ধ ও মানসম্মত ইংরেজী লিখতে।

তিনি বলেন, আমি একাত্তর টেলিভিশনে ইকবাল মাহমুদের প্রতিবেদন দেখি। সিলেটি হিসেবে তার ভাষায় আ লিকতার কোন টান খুঁজে পাইনি। ইকবাল মাহমুদের ‘গল্পে গল্পে সাংবাদিকতা’ বইটি সাংবাদিকদের জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর ড. কবির হোসেন বলেন, ‘ইকবাল মাহমুদ সাংবাদিকতায় বাস্তব অভিজ্ঞতার আলোকে বইটি রচনা করেছেন। তার ‘গল্পে গল্পে সাংবাদিকতা’ বই এই পেশায় নবীনদের পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি যোগাবে।’

লেখক-সাংবাদিক আবদুল হামিদ মানিক বলেন গল্পে গল্পে সাংবাদিকতা আগাগোড়া একটি ভালো ও নির্ভরযোগ্য বই। বইয়ের ভাষা ও উপস্থাপন শেলী হৃদয়গ্রাহী, রুদ্ধশ্বাসে পড়া যায়। নতুন সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা অর্জনে বইটি কাজে লাগবে।
সভাপতির বক্তব্যে মুকতাবিস উন নূর বলেন সিলেটে সাংবাদিকদের বই লেখার চর্চা কম। সাংবাদিকতা নিয়ে বই লেখা হয়েছে আরো কম। সে বিবেচনায় ইকবাল মাহমুদের বইটি সিলেট অ লের সাংবাদিকতার বিকাশে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রশীদ মো. রেনু, সাবেক সাধারন সম্পাদক মোঃ বশির উদ্দিন, সমরেন্দ্র বিশ্বাস সমর ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সহসভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর, দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম এ হান্নান, দক্ষিন সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো ইমাদ উদ্দিন নাসিরী , চ্যানেল এস ইউকে এর সিলেট নিউজ টিমের চীফ রিপোর্টার মইন উদ্দিন মনজু, সিলেট প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, এনএনবি’র সিলেট প্রতিনিধি খায়রুল জাফর চৌধুরী, খবরপত্রের ব্যুরো প্রধান এম এ মতিন, ইউএনবি’র সিলেট প্রতিনিধি ছিদ্দিকুর রহমান, সকালের খবর এর ব্যুরো প্রধান ফারুক আহমদ, সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার নূর আহমদ, শাহ সুহেল আহমদ, কবি আহমদ মারুফ, নিউ নেশনের সিলেট প্রতিনিধি শফিক আহমদ শফি, বাংলা নিউজ এর সিলেট প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত রাখেন, জিল্লুর রহমান জয়, লিটন চৌধুরী, নাজমুল কবীর পাভেল, এইচ এম আব্দুর রহমান, শামসুল আলম, এমজেকে শাহজাহান, আল রহমান, আব্দুল বাছিত, ফজলে রাব্বি, মোস্তাক আহমদ, ঝলক বিশ্বাস, রাজু তালুকদার, অলিউর রহমান, মো. শাহপরান, তারেক আহমদ সোহাগ, সায়াদ হোসনে, মোশতাক চৌধুরী, মো. আশরাফুর রহমান জুয়েল, মো.আব্দুল আহাদ, এমদাদুল হক সোহাগ, শামছুল আলম বদরুল, মিসবাহ মনজুর, ইকবাল হাসান জাহিদ, আবদুল্লাহ আল মামুন, দিদারুল আলম, জাহিদ উদ্দিন, মো. নুরুল আমীন, ফাহাদ মারুফ, সাজেদুল ইসলাম, মাহবুবুর রহমান, মো. সাইদুল ইসলাম, ছামিয়া,লেহ আহমদ ছালেহ, মো. সলিম উল্লাহ, মো. তারা রোকেয়া বেগম, উম্মে কুলসুম মনোয়ারা, উম্মে মুুজিদা লুৎফুন নাহার প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বইটির মোড়ক উন্মোচন করেন।

আপনার মন্তব্য

আলোচিত