বড়লেখা প্রতিনিধি

১৪ মার্চ, ২০১৬ ০০:৩৫

বড়লেখায় বউ-শ্বাশুড়ির ঝগড়া, হামলায় শ্বাশুড়ির মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় ছেলের শ্বশুর বাড়ির লোকজনের এলোপাতাড়ি দায়ের কুপে গুরুতর আহত আজিজুন নেছা (৫৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত আজিজুন নেছা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির মুড়াউল গ্রামের মৃত তৈয়ব আলীর স্ত্রী।

রবিবার ভোর রাত আনুমানিক সাড়ে ৩ ঘটিকার দিকে এ ঘটনাটি ঘটে। এসময় মাকে বাঁচাতে গিয়ে হামলায় মেয়ে লাকী বেগম (২৫) আহত হন। বউ-শাশুড়ির ঝগড়ার জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রথমিকভাবে জানা গেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে তাজুল ইসলাম (৩৫) কে আটক করেছে।
 
বড়লেখা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির মুড়াউল গ্রামের বাসিন্দা আজিজুন নেছার সাথে ছেলে তাজুল ইসলামের স্ত্রী জেসমিনের প্রায় ঝগড়া হতো। এ ঝগড়ার জেরে কয়েক মাস আগে জেসমিন বাবার বাড়িতে চলে যান।

সম্প্রতি জেসমিনের বাবার বাড়ির লোকজন স্বামী তাজুলকে নিয়ে পরিকল্পনা করেন আজিজুন নেছাকে রাতের আঁধারে ভয় দেখাবেন। তাদের পরিকল্পনা অনুযায়ী (১৩ মার্চ) রবিবার ভোররাত আনুমানিক সাড়ে ৩ ঘটিকায় মুখোশ পরে তাজুলের স্ত্রীর বড় ভাই জাকির হোসেনের নেতৃত্বে ৫ থেকে ৬ জনের একদল যুবক বাড়িতে প্রবেশ করে প্রথমে তাজুলকে বেঁধে রেখে আজিজুন নেছার ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে তারা আজিজুন নেছার মুখমন্ডলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরতর আহত করে। এসময় মাকে বাঁচাতে এগিয়ে গেলে হামলায় মেয়ে লাকী বেগমও গুরুতর আহত হন। তাকেও কুপিয়ে গুরুতর আহত করে তারা চলে যায়। ঘটনার আনুমানিক আধঘন্টা পর তাজুল ইসলামের চিৎকারে এলাকার লোকজন বাড়িতে এসে মা ও মেয়েকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাদের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আজিজুন নেছার মৃত্যু হয়। গুরুতর আহত আজিজুন নেছার মেয়ে লাকী বেগম সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধী রয়েছেন।

এ ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে বউ-শাশুড়ির ঝগড়ার জেরে ছেলের শ্বশুর বাড়ির লোকজনের আক্রমনে আহত হয়ে আজিজুন নেছার মৃত্যু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

আপনার মন্তব্য

আলোচিত