সুনামগঞ্জ প্রতিনিধি

১৪ মার্চ, ২০১৬ ১৬:৩১

ভেজাল ঔষধ বিক্রি, ছাতকে ৫ ফার্মেসিকে সাড়ে ৪লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক শহরে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ঔষধ বিক্রির অভিযোগে ৫টি ফার্মেসিকে ৪ লাখ ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুর ১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ছাতকের এসিল্যান্ড শেখ হাফিজুর রহমান র‌্যাব-৯ (সিপিসি-৩) সুনামগঞ্জ ক্যাম্প এর এএসপি মো. খোরশেদ আলমের সহয়োগীতায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

জরিমানা আদায়কৃত ফার্মেসী গুলো হচ্ছে, জান্নাত ফার্মেসী ৪৫হাজার, আমিন ফার্মেসী ১লাখ ২৫হাজার, মুন ফার্মেসী ১লাখ ৩৫হাজার, শুভ ফার্মেসী ১লাখ ২০ হাজার ও মোহাম্মদীয় ফার্মেসী ৫হাজার টাকা।

ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০/৪১ ও ৫১ ধারায় এ জরিমানা আদায় করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত