বড়লেখা প্রতিনিধি

১৪ মার্চ, ২০১৬ ১৯:৫৭

জুড়িতে ৪৫ লাখ টাকা ব্যয়ে ২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নমুখী কার্যক্রমের ফলে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশ থেকে এখন মঙ্গা নামক শব্দটি বিদায় নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধাপে ধাপে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি সোমবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও দ্বিতল ভবন নিমার্ণ কাজের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভবনের নিমার্ণ কাজে ব্যয় হবে প্রায় ২৫ লাখ টাকা।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমেছে। মুক্তিযোদ্ধা ও স্বল্প আয়ের মানুষের আবাসনের জন্য সরকার ফ্ল্যাট নির্মাণ করছে। এ ছাড়া নারীর ক্ষমতায়নে সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে।

আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক আলীর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গুলশানা আরা মিলি, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আজির উদ্দিন, ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম, এড. আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা যুবলীগ সম্পাদক রিঙ্কু রঞ্জন দাস প্রমুখ।

এর আগে দুপুরে উপজেলার ফুলতলা উনিয়নের বিরইনতলা-ঈদগাহ রাস্তার ৫০০ মিঃ পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন হুইপ। এতে ব্যয় হবে প্রায় ২০ লাখ টাকা।

আপনার মন্তব্য

আলোচিত