দেবব্রত চৌধুরী লিটন, ভোটকেন্দ্র থেকে

২২ মার্চ, ২০১৬ ০৮:৩১

টুকেরবাজারে ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন, নারী ভোটাররা এগিয়ে

সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে ভোট গ্রহণ। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার খানিকটা আগেই এই ইউপির কেন্দ্র গুলোতে জড়ো হন ভোটাররা।

শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শুরুতেই দেখা গেল দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি এ কেন্দ্রে ছিল লক্ষণীয়।

এ কেন্দ্রে ভোট দিতে আসা শেখপাড়ার বাসিন্দা পারভীন বেগম সিলেট টুডে ২৪ ডটকমকে জানান ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। তবে সময় যত যাচ্ছে ভোটারদের লাইন দীর্ঘ হচ্ছে।

সিলেট সদর উপজেলার ৬ নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের নির্বাচনে ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আলহাজ শহিদ আহমদ ও নৌকা প্রতীকে প্রার্থী হয়েছেন মো.আলতাফ হোসেন।

এছাড়া অপর আর কোন প্রার্থী না থাকাতে সিলেট সিটি কর্পোরেশনের একেবারে লাগুয়া এই ইউপিতে নির্বাচনের প্রচারণার শুরুতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছিলেন এই এলাকার ভোটাররা।

টুকেরবাজার ইউনিয়ন পরিষদের এ নির্বাচনে মোট ১৪টি ভোট কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটার মিলে এই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩১৮৯৯ জন।

আপনার মন্তব্য

আলোচিত