কুলাউড়া প্রতিনিধি

২৮ মার্চ, ২০১৬ ১৯:৩২

তনু হত্যার প্রতিবাদে কুলাউড়ায় মানবন্ধন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগি জাহান তনু হত্যাকান্ডের প্রতিবাদে কুলাউড়ায় মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৈরী আবহাওয়া থাকা স্বত্তেও ২৮ মার্চ দুপুর ১২টার দিকে সামাজিক সংগঠন “প্লাটুন-টুয়েলভ” এর আয়োজনে পৌরশহরের স্টেশন চৌমুহনী চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মেহেদি হাসান সাদির পরিচালনায় বক্তব্য রাখেন কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টচার্য, কেন্দ্রীয় ছাত্রলীগের (জাসদ) সদস্য রেহান উদ্দিন আহমেদ, সেচ্ছাসেবকলীগ কুলাউড়া উপজেলা যুগ্ম আহবায়ক হোসেন মোহাম্মদ মনসুর, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, কামরাঙ্গার সম্পাদক কামরুল হাসান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান আখই, মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ সামছুদ্দিন বাবু, জাসদ পৌর ছাত্রলীগের সাবেক সম্পাদক ওয়েজুর রহমান মুন্নী, ছাত্রলীগের সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক সুদিপ্ত চৌধুরী সত্যম, ব্যবসায়ী জাহেদ আহমেদ প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন প্লাটুন-টুয়েলভ ক্লাবের তাজুল ইসলাম তুহিন, আশিকুল ইসলাম বাবু। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য চয়ন, রুবেল, আজিজুল, ইমরুল, ইভা, মুন্নী, শাকিলা, ববি, তান্নী, শাম্মী, মিশাল, মিলন, শামীম, সাইদুল, পলাশ, দীপঙ্কর, অভি, জাহান প্রমুখ। মানববন্ধনে বক্তারা সোহাগী জাহান তনুকে নৃশংসভাবে হত্যার তিব্র নিন্দা এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত