সুনামগঞ্জ প্রতিনিধি

২৮ মার্চ, ২০১৬ ১৯:৪১

সুনামগঞ্জে দুটি মামলায় মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সমন জারি

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সুনামগঞ্জে দায়ের করা দুটি মামলায় মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারির আদেশ নিয়েছেন আদালত।

আজ সোমবার সুনামগঞ্জের আমলগ্রহণকারী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের (সদর জোন) বিচারক মোহাম্মদ শহিদুল আমিন এই আদেশ দেন।

গত ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য-প্রবাসী আওয়ামী লীগের নেতা সৈয়দ আবুল কাশেম ১০০কোটি টাকার মানহানির অভিযোগে এবং পরদিন ১৬ ফেব্রুয়ারি একই অভিযোগে একই আদালতে আরও ১০০ কোটি টাকার মানহানির অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন।

মামলা দুটির আরজিতে বাদীরা উল্লেখ করেন, ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি গোয়েন্দা সংস্থার সরবরাহ করা তথ্য যাচাই-বাছাই না করে মাহ্ফুজ আনাম ইচ্ছেকৃতভাবে ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করেন। এর ফলে সমগ্র বাংলাদেশে শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণœ এবং মানহানি ঘটেছে। একই সঙ্গে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে মামলার বাদী এবং সাক্ষীরা ব্যতিত হয়েছেন।

আদালত মামলা দুটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তাকে নির্দেশ দেন। আজ সোমবার মামলার ধার্য দিনে তদন্ত প্রতিবেদনের ওপর শুনানি শেষে আদালত মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। মামলার পরবর্তী তারিখ ২৫ মে ধার্য করা হয়েছে।

মামলা দুটির বাদী পক্ষের আইনজীবী মো. শফিকুল আলম ও মোহাম্মদ জুয়েল মিয়া মাহফুজ আনামের বিরুদ্ধে আদালতের সমন জারির আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত