শ্রীমঙ্গল সংবাদদাতা

৩০ এপ্রিল, ২০১৬ ১৩:০৮

শ্রীমঙ্গলে শাশুড়িকে হত্যা করে মেয়ে জামাইয়ের আত্মহত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কালিঘাট সড়কের মুসলিমবাগ এলাকায় এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করে আত্মহত্যা করেছেন এক যুবক।

শনিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম কামাল খান (২৮)। তাঁর ছুরিকাঘাতে নিহত  নারীর  নাম  মোর্শেদা বেগম। মোর্শেদা সম্পর্কে কামাল খানের শাশুড়ি।

কামালের ছুরিকাঘাতে আরো ৪ জন আহত হয়েছেন। তাঁরা হলেন মনির মিয়া, মুক্তা বেগম, মুন্নি ও তানিম। গুরুতর আহত অবস্থায় তাঁদের ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের ভাষ্য, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ধীতঘর এলাকার বাসিন্দা কামাল। কয়েক বছর আগে একই এলাকার মুক্তাকে বিয়ে করেন তিনি। এক বছর আগে মুক্তার সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে পরিবারের সঙ্গে শ্রীমঙ্গলে থাকতেন মুক্তা।

শনিবার ভোরে কামাল খান টিন কেটে মুক্তাদের ঘরে প্রবেশ করেন। ওই সময় কামাল ঘুমন্ত অবস্থায় পাঁচজনকে ছুরিকাঘাত করে আহত করেন। পরে কামাল নিজেও বিষপান করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদা বেগমকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে বিষপানকারী কামালকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত