বড়লেখা প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০১৬ ১৭:০৩

বড়লেখায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তকারীর এক মাসের কারাদণ্ড

মৌলভীবাজারের বড়লেখায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় সুমন আহমদ (২৫) নামের এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সুমন আহমদ পৌর শহরের হাটবন্দ মহল্লার মনির মিয়ার ছেলে।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুলাহ আল মামুন এই সাজা প্রদান করেন।

প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর জনৈক স্কুলছাত্রীকে স্কুলে যাওয়া-আসার সময় উত্ত্যক্ত করতো বখাটে সুমন। গত কয়েকদিন ধরে ছাত্রীটি স্কুলে আসা বন্ধ করে দেয়। শনিবার (৩০ এপ্রিল) ছাত্রীটি বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামানকে সরাসরি বিষয়টি জানায়। এতে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ ছাত্রীটির আসাযাওয়ার পথে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে অবস্থান নেয়। একপর্যায়ে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার সময় পুলিশ তাঁকে ধরে ফেলে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুলাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুমন আহমদকে ইভটিজিং দ: বি: ৫০৯ ধারায় এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, বখাটের কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সে একাধিক বিয়ে করেছে। তাকে এর আগে আরো দুবার গ্রেপ্তার করা হয়। ক্লাস নাইনের একটা মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করছিল। এ বিষয়টি থানাকে জানানো হয়েছিল। শনিবার (৩০ এপ্রিল) মেয়েটি থানায় জানালে তাকে ধরা হয়।’

আপনার মন্তব্য

আলোচিত