বালাগঞ্জ প্রতিনিধি

২৬ জুন, ২০১৬ ২৩:১৪

বাবার মৃত্যুর পর ছেলের কারাদণ্ড : অবশেষে জামিনে মুক্তি পেলেন সেই মকবুল

সিলেট ওসমানী হাসপাতালে পিতার মৃত্যুর পর কারাদণ্ড দেওয়া মকবুল আহমদ বুলবুল অবেশেষে জামিনে মুক্তি পেয়েছেন। নয় দিন জেল খাটার পর রোববার সন্ধ্যায় তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরআগে দুপুরে তার জামিন মঞ্জুর করেন সিলেট মহানগর হাকিম আদালত।

মকবুলের জামিনে উল্লাস প্রকাশ করেছেন ওসমানীনগর তথা সাদিপুর ইউনিয়ন বাসী।  মুক্তির পর তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মকুবলের মুক্তির দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন এলাকাবাসী।

আরও পড়ুন : বাবা মারা গেছেন, ছেলেকে কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত

মুক্তির পর মকবুল আহমেদ বলে,  ওসমানী হাসপাতালের কয়েকজন চিকিৎসক আমাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

উল্লেখ্য গত ১৮ জুন ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মকবুলের পিতা আতিকুর রহমান (৫৫)। আতিকুর রহমান মারা যাবার পর চিকিৎসা অবহেলার অভিযোগ এনে কর্তব্যরত চিকিৎসককে লাঞ্ছিত করেন আতিকুর রহমানের ছেলে মকবুল আলী। এর জের ধরে হাসপাতালের চিকিৎসক কর্মচারীরা মকবুলকে মারধর করেন। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাসপাতালেই মকবুলকে তিন মাসের কারাদন্ড দেয়া হয়।

সিলেটের ওসমানীনগরের বাসিন্ধা মকবুলকে কারাদণ্ড দেওয়ার ঘটনায় গত কয়েক ধরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ ফেইসবুকে ব্যাপক আলোচনা ও সমালোচনা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত