বড়লেখা প্রতিনিধি

২৬ জুন, ২০১৬ ২৩:২১

বড়লেখা পৌরসভার বাজেট ঘোষণা

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে পৌরসভা হলরুমে সর্বমোট ৬১ কোটি ৪১ লাখ ৩১ হাজার ৭৯৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।  
ঘোষিত বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৬১ কোটি ৪১ লাখ ৩১ হাজার ৭৯৬ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার টাকা এবং উদ্বৃত্ত রাখা হয় ১ লাখ ৮৫ হাজার ৭৯৬ টাকা।

মোট আয়ের মধ্যে রাজস্ব আয় ৩ কোটি ৭১ লাখ ৩১ হাজার ৭শ’ ৯৬ টাকা এবং উন্নয়ন খাতে আয় ৫৭ কোটি ৭০ লাখ টাকা দেখানো হয়েছে। মোট ব্যয়ের মধ্যে রাজস্ব ব্যয় ৩ কোটি ৬৯ লাখ ১৬ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ৫৭ কোটি ৭০ লাখ টাকা দেখানো হয়।

পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপনের সঞ্চালনায় বাজেট ঘোষণা পরবর্তী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, প্যানেল মেয়র মোহাম্মদ তাজ উদ্দিন, কাউন্সিলর আব্দুল মালিক জুনু প্রমুখ।

এসময় সাংবাদিক লিটন শরীফ, পৌর কাউন্সিলার আলী আহমদ চৌধুরী জাহিদ, আব্দুল মতিন, আব্দুল হাফিজ ললন, জেহীন সিদ্দিকী, মিজানুর রহমান, রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত