হবিগঞ্জ প্রতিনিধি

২৭ জুন, ২০১৬ ১২:০২

হবিগঞ্জে পুলিশকে প্রাণ-আরএফএল গ্রুপের চেক পোস্ট সরঞ্জাম হস্তান্তর

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ অংশে অবৈধ যানবাহন ও অপরাধী তল্লাসীসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য প্রাণ-আরএফএল গ্রুপ পুলিশকে ৩২টি চেক পোস্টের সরঞ্জাম প্রদান করেছে। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এসব সরঞ্জাম গ্রহণ করেন। রোববার দুপুর সাড়ে ১২টায় হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মকর্তারা এগুলো হস্তান্তর করেন।

এ সময় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র প্রাণ-আরএফএল গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের আগের চেকপোস্টগুলো লোহার তৈরি যে জন্য এগুলো স্থানান্তর করা ছিল খুব কষ্টকর। এ চেকপোস্টগুলো হালকা হওয়ায় বহন করা খুব সহজ হবে। চেক পোস্টের মাধ্যমে অপরাধীদের পুলিশ আটক করতে সক্ষম হবে। এছাড়াও অবৈধ যান চলাচল বন্ধ করা সম্ভব হবে। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার হাসান মো. মঞ্জুরুল হক, সিনিয়র ম্যানেজার এডমিন মো. এহসানুল হাবিব, আরএফএল-এর জেনারেল ম্যানেজার মো. ফজলে রাব্বিসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত