নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০১৬ ২৩:২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় কমানোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স পরীক্ষার সময়  ৪ ঘণ্টার পর পরিবর্তে  ৩ ঘণ্টা করার প্রতিবাদে বুধবার  এমসি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

বুধবার ( ১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা আম্বরখানা পয়েন্ট থেকে মিছিল নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যায়। সেখানে গিয়ে অবরোধ কর্মসূচী পালন করে।

 প্রায় ২ ঘণ্টা রাস্তা অবরোধ করার সময় তাদের সাথে মদনমোহন কলেজ এবং মহিলা কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

সুজিত দেব রায় এর সভাপতিত্বে এবং এম.এস. রিগান এর পরিচালনায় অবরোধ কর্মসূচীতে বক্তব্য রাখেন সাব্বির আহমেদ, রাকিব চৌধুরী, অপু তালুকদার, মোশাররফ হোসেন, পার্বতী তালুকদার, জয় দত্ত, মিঠু সরকার এবং অমিত দাস।

শিক্ষার্থীরা  বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি জমা দেয়ার কর্মসূচি দিয়ে অবরোধ প্রত্যাহার করে।

এসময় তারা জানান, "স্মারকলিপিতে ৭২ ঘণ্টার ভেতরে পরীক্ষার সময়  ৪ ঘণ্টা পুনর্বহাল রাখার দাবি জানানো হবে এবং এই দাবি না মানা হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।" 

আপনার মন্তব্য

আলোচিত