নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০১৬ ১৮:০১

সিলেটে র‍্যাবের অভিযানে ছিনতাইকারী আটক

সিলেটের র‍্যাবের অভিযানে এক ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাব।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (২১ আগস্ট) রাত ১০ টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ জানতে পারে যে টিলাগড় এম.সি কলেজ গেইটের সামনে সংঘবদ্ধ ছিনতাইকারী দল ছিনতাইকারী প্রস্তুতি নিচ্ছে।

এ সময় এএসপি মোহাম্মদ জিয়াউল হকের নেতৃত্বে র‍্যাব-৯ অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী দলের সদস্যরা পালানোর চেষ্টাকালে এক জনকে আটক করে র‍্যাব। গ্রেফতারকৃত ছিনতাইকারী ও ডাকাতের নাম রাজু আহমেদ ওরফে রাজা মিয়া (৩০)।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে রাজু স্বীকার করে সে দীর্ঘদিন ধরে ছিনতাই ও ডাকাতির সাথে জড়িত। রাজুকে ১৮ই আগস্ট সিলেটে ৬ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনার প্রধান আসামী হিসেবে ধারণা করছে র‍্যাব ও পুলিশ।

রাজু ও তার সঙ্গীরা দীর্ঘদিন ধরে সিলেটসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিল। ছিনতাইকারীরা বিভিন্ন এলাকায় ব্যাংক ও টাকা লেনদেনের স্থানগুলোকে লক্ষ করে ছিনতাই কার্য পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামী রাজুকে এসএমপি'র শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত